৬৪ বছর বয়সী থমাস ম্যানিং ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছিল। গত সপ্তাহে তার দেহে সংযোজন করা হয় আরেক ব্যক্তির পুরুষাঙ্গ। যুক্তরাষ্ট্রে এই প্রথম এক ব্যক্তির দেহে সফলভাবে আরেকজনের পুরুষাঙ্গ সংযোজন করা হয়েছে।
১৫ ঘণ্টা ধরে এক সফল অস্ত্রোপচারের পর থমাস ম্যানিং এখন বেশ ভালোই আছেন। চিকিৎসকরা একে মানব প্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্রে আরেকটি মাইলফলক হিসেবে বর্ণনা করছেন।
ম্যাসাচুসেটসের হ্যালিফ্যাক্সের বাসিন্দা ম্যানিংয়ের ক্যানসার ধরা পড়ার পর ২০১২ সালে চিকিৎসকরা তার পুরুষাঙ্গ কেটে বাদ দেন। এরপর থেকে তার শরীরে সংযোজনের জন্য কারও দান করা পুরুষাঙ্গ খোঁজা হচ্ছিল। কিন্তু কে আর দেবে এ মূলবান অঙ্গ? এটা না থাকলে যে পুরুষত্বই থাকে না!
সম্প্রতি এরকম প্রত্যঙ্গদানকারী এক ব্যক্তি মারা যান। এরপর গত সপ্তাহে তার পুরুষাঙ্গ সংযোজন করা হয় থমাস ম্যানিংয়ের দেহে। এখন সেই পুরুষাঙ্গ নিয়েই যাত্রা হলো থমাসের নতুন জীবন।