কায়কোবাদ মিলন: গাঁজাসহ ধরা পড়লেও প্রমাণের অভাবে বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট এক বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে। কয়েক সপ্তাহ আগে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে খাদ্যের পাত্রে লুকানো অবস্থায় গাঁজাসহ তাকে আটক করা হয়েছিল। খবর ডিটি ডিটি টাইমসের।
বাংলাদেশি ওই নাগরিককে দেখে সন্দেহ হলে শুল্ক বিভাগের সংশ্লিষ্টরা তাকে ব্যাপক তল্লাশি চালায়। তবে বাংলাদেশি ওই নাগরিক তাদের জানান গাঁজার ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে তিনি জানিয়েছেন স্বদেশী এক লোক বাহরাইনে অন্য একজনকে এই পাত্রটি দিতে বলেছেন।
বিচারক বাংলাদেশি আসামি নির্দোষ জানান। কেন না পাত্রে গাঁজা থাকার বিষয়টি আসামি যে জানতেন তা প্রমাণ করা যায়নি।