লিহান লিমা: সুইফট কেলেঙ্কারির পর ব্যাংক অব ইংল্যান্ড সুইফট এর সাইবার নিরাপত্তা পর্যালোচনা করার আদেশ দিয়েছে। কম্পিউটারের নিরাপত্তার জন্য সব ব্যাংকগুলোকে সুইফট মেসেজিং সিস্টেমের আওতায় আনার নির্দেশ দেয় ইউকে সরকার।
ইউকে’র কেন্দ্রীয় ব্যাংক এপ্রিলের মধ্যে সব ব্যাংকগুলোতে সুইফট এর সাইবার নিরাপত্তা ব্যবস্থা আপডেট করার জন্য আদেশ পাঠিয়েছে।
ব্যাংক অব ইংল্যান্ড ব্যাংকগুলোকে সুইফট’এর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ছাড়াও ‘কমপ্লায়েন্স চেক’ যাচাই করার নির্দেশ দেয়। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই সুইফট এর অ্যাপ্লিকেশন সিস্টেম এবং মেসেজ এ প্রবেশ করতে পারবেন।
এর আগে হ্যাকাররা এই সিস্টেম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি করেছিল। যা বিশ্বের সকল কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থনৈতিক লেনদেনের জন্য হুমকি স্বরুপ।
এফবিআই জানায়, ঢাকা থেকে কর্তৃপক্ষ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা সাইবার হামলা তদন্ত করছে। পুলিশ এবং ব্যক্তিগত নিরাপত্তা বিশেষজ্ঞরা জানায়, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অফিসের ভেতরেই ম্যালওয়ার ইনস্টল করা হয়েছিল। যার ফলে অপরাধীরা সাইবার সিস্টেমে প্রবেশ করতে পারে এবং তাদের অবস্থান লুকিয়ে রাখতে পারে।
এদিকে, বুধবার ‘সুইডেন রিস্কব্যাংক’ সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোকে বড় বড় লেনদেনের সময় সুইফট এর পরামর্শ ব্যবহার করার আহবান জানায়। সুইফট এর মেসেজ ব্যবহার করে সাইবার হামলার পর সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক তাদের আইটি সিস্টেম এ কঠোর নিরাপত্তা জোরদার করে।
মঙ্গলবার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র অফিসার বলেন, নিয়ন্ত্রকদের সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থাকে সাহায্য করা উচিত।
সূত্র: দ্য স্টার টাইমস