লিহান লিমা: বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়েছে। বাংলাদেশ এত টাকা কিভাবে উদ্ধার করবে। অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল-এএমএলসি ক্যাসিনো এজেন্ট কিম অং এর কাছ থেকে ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করেছে। কিন্তু বাকি টাকা কিভাবে উদ্ধার করবে এমন প্রশ্ন তুলেছেন ফিলিপাইনের সিনেটর।
ফিলিপাইনের সিনেট শুনানিতে সিনেটর জোয়ান এনরিলি এই প্রশ্ন তোলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের এই টাকা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত ছিল। সেখান থেকে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে চলে যায়। ব্যাংক থেকে টাকা ক্যাসিনোতে চলে যায়। অং এর সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে। বহিরাগত জড়িতদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করার ক্ষমতা আমাদের আছে কি? এমএলসি কর্তৃপক্ষ একটি চেক ইস্যু করবে আর বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়ে দিবে?
উত্তরে এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া আবিদ এনরিলিকে বলেন, ফিলিপাইনি আইনে যে কোন দেশ তাদের চুরি হওয়া টাকার পুনরুদ্ধার করতে এএমএলসি এর কাছে দাবি করতে পারবে। তিনি আরো বলেন, বাংলাদেশ এবং ফিলিপাইনের মধ্যে কোন দ্বিপাক্ষিক চুক্তি না থাকা সত্ত্বেও এএমএলসি টাকা উদ্ধার করতে কাজ করবে।
সূত্র: এবিএস-সিবিএন নিউজ