রফিক আহমেদ : প্রগতিশীল বাম দলগুলোর শীর্ষ নেতারা বলেছেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সরকারের বাইরে থাকা সব বামপন্থীদের নিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি বাম জোটের মঞ্চ গঠিত হচ্ছে। তবে সরকারে থাকা বাম দলগুলোকে আপাতত বাম জোটের এ মঞ্চে নেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার বাম দলের নেতাদের সঙ্গে যোগাযোগকালে তারা আমাদের অর্থনীতিকে এ কথা বলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদকে আপনারা মস্কো-পিকিং সব বামপন্থীদের নিয়ে কবে নাগাদ বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে পারবেন কিনা প্রশ্ন করলে বলেন, আমরা সকল ভেদাভেদ ভুলে বামপন্থীদের একত্রিত করে অচিরেই বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে বাম জোটের মঞ্চ গড়ে তোলার চেষ্টা করছি। তবে এ মঞ্চে সরকারে থাকা বাম দলগুলোকে আপাতত যুক্ত করা হবে না। দলগুলো সরকার থেকে বেরিয়ে এসে জনগণের কাতারে সামিল হলে তখন তাদেরকে জোটে নেওয়ার চিন্তা ভাবনা করা হবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সিপিবি-বাসদের সঙ্গে সম্পৃক্ত হয়ে বেশ কিছু বামপন্থী দল এক মঞ্চে আসার সম্মতি জানিয়েছে। তবে ইতোমধ্যে ওইসব বাম রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের শ্রমিক ও কৃষক সংগঠন অন্যান্য বাম দলের অঙ্গ সংগঠনের সঙ্গে যুগপথ আন্দোলন করেছে। তিনি বলেন, সরকারে থাকা বাম দলগুলো যতদিন সরকার থেকে সরিয়ে না আসবে- ততদিন তাদেরকে বাম জোটের মঞ্চে নেওয়া হচ্ছে না।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাম দলগুলো ঐক্যবদ্ধ হলে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে। শাসকদের সঙ্গে ক্ষমতায় ও ক্ষমতার বাইরে থাকা বামপন্থীদের মধ্যে চরম মতোবিরোধ দেখা দেয়। আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। শাসকদের মধ্যে যেসব বাম রাজনৈতিক দল রয়েছে তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারা যদি আবার জনগণের কাতারে এসে আন্দোলনে শরিক হয়- তখন তাদেরকে বাম মঞ্চে নেওয়ার চিন্তা ভাবনা করা হবে।
ঐক্য ন্যাপের আহবায়ক পঙ্কোজ ভট্টাচার্য্য বলেন, দেশের জাতীয় সংকটের সময় বাম দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার। সরকারে থাকা বাম দলগুলো যদি কিছু কাজ করে থাকে তাদেরকেও বাম জোটের মঞ্চে নেওয়ার ব্যাপারে বিবেচনা করতে হবে। প্রয়োনবোধে গণফোরামসহ উদারপন্থী বাম গণতান্ত্রিক শক্তিকেও নেওয়ার চিন্তা ভাবনা করা উচিত।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, সব বাম দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই। আমরা বামও না-ডানও না মুক্তিযুদ্ধের পক্ষের সকল দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই।
বিকল্প গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, সরকারে সঙ্গে যেসব বাম রাজনৈতিক দল যুক্ত আছে, ওইসব দল সরকারে স্বৈর শাসকের একটি অংশ, তারা দালাল। তাদেরকে বাম জোটের মঞ্চে আনা যাবে না। আমরা সে জন্য কাজ করছি।