জাহদি হাসান : আওয়ামী লীগরে উপদষ্টো পরষিদ সদস্য ও বাণজ্যিমন্ত্রী তোফায়লে আহমদে বলছেনে, বএিনপি চয়োরপারসন বগেম খালদো জয়িা নরৈাজ্য সৃষ্টি করে দশেকে ধ্বংস করার ষড়যন্ত্র করছনে। তনিি বলনে, একজন নত্রেী (শখে হাসনিা) দশেরে উন্নয়ন করছনে। আরকে জন নত্রেী (খালদো) গোলযোগ সৃষ্টি করে দশেকে ধ্বংস করার ষড়যন্ত্র করছ।ে
বৃহস্পতবিার বকিালে রাজধানীর সগেুনবাগচিার শল্পিকলা একাডমেীতে আওয়ামী যুবলীগ আয়োজতি এক আলোচনা সভায় তনিি এ কথা বলনে। ‘রাষ্ট্রনায়ক শখে হাসনিার গণতন্ত্ররে জন্য সংগ্রাম ও বশ্বিে আজ ধ্রুবতারা রাষ্ট্রনায়ক শখে হাসনিা’’ গ্রন্থরে সপ্তাহব্যাপী সংবাদচত্রি প্রর্দশণীর অংশ হসিবেে এ আলোচনা সভার আয়োজন করা হয়। যুবলীগরে চয়োরম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতত্বিে এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদরে পরচিালনায় সভায় একাত্তর টলেভিশিনরে ব্যবস্থাপনা পরচিালক মোজ্জামলে বাবু, জটিভিরি প্রধান র্বাতা সম্পাদক ইকবাল কবরি নশিান, যুবলীগরে প্রসেডিয়িাম সদস্য মজবিুর রহমান চৌধুরী, আতাউর রহমান ও ফারুক হোসনে প্রমুখ বক্তব্য রাখনে।
তোফায়লে আহমদে বলনে, শখে হাসনিার নতেৃত্বে বাংলাদশেরে আজ বস্মিয়কর উত্থান হয়ছে।ে কন্তিু খালদো জয়িা এ উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করছেনে। তার এক লোক মোসাদরে সঙ্গে বঠৈক করে সরকার উৎখাত করার ষড়যন্ত্র করছ।ে তনিি বলনে, বাংলাদশেে শখে হাসনিা প্রধানমন্ত্রী না হল,ে কোনো দনি বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদরে বচিার হতো না। আর বগেম খালদো জয়িা স্বাধীনতা বরিোধী, যুদ্ধাপরাধীদরে গাড়তিে জাতীয় পতাকা তুলে দয়িে আমাদরেকে অপমাণতি করছেলিনে। কন্তিু শখে হাসনিা যুদ্ধাপরাধীদরে বচিার করে আমাদরেকে কলঙ্কমুক্ত করছেনে। আওয়ামী লীগরে প্রবীণ এই নতো বলনে, এক-এগার’র সময় আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়ছেলি। কন্তিু আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছলি। তাই নর্বিাচনী ব্যবস্থা সংস্কাররে মাধ্যমে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যা গরষ্ঠিতা র্অজন করে ২০০৮ সালরে শখে হাসনিা দলকে আবার ক্ষমতায় নয়িে আসলনে।
১৯৮১ সালরে স্মৃতি চারণ করে তনিি বলনে, বঙ্গবন্ধু হত্যার পর ৩৩ মাস কারাগারে কাটয়িছে।ি কারাগারে থকেইে সাংগঠনকি সম্পাদককরে দায়ত্বি পলোম। ১৯৮১ সালরে সম্মলেন ঘরিে যে বভিক্তি হয়ছেলিো তার ঐক্যরে প্রতীক হসিবেে কাজ করছেে শখে হাসনিা। সদেনিরে সদ্ধিান্ত যে সঠকি ছলিো, তা নত্রেী প্রমাণ করছেনে বলওে জানান তনি।ি