রিকু আমির, নারায়ণগঞ্জ থেকে ফিরে : নারায়গণগঞ্জ সদরে অবস্থিত খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তিন নং কেবিনে চিকিৎসাধীন প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার কয়েক ঘণ্টা এ হাসপাতালে অবস্থান নিয়ে দেখা গেছে, কেবিনের অংশে যার তার যখন তখন প্রবেশ সীমিত করেছে হাসপাতাল প্রশাসন। তাদের সহযোগিতা করছে সদর থানা পুলিশ। ইচ্ছে করলেই যে কেউ দেখা করতে পারছেন না শ্যামল কান্তির সঙ্গে।
সরেজমিনে দেখা গেছে, তিন নং কেবিনের সামনে একজন এএসআইসহ দুজন কনস্টেবল সতর্কাবস্থায় বসা। কেউ কেবিনের অংশে আসলেই নানা প্রশ্ন করছেন। এ প্রতিবেদকের উপস্থিতির সময় হাসপাতালের চারজন বয়স্ক কর্মচারি আসেন খোঁজ খবর নিতে। তারা পুলিশকে বলছিলেন, চিন্তা করবেন না, আমাদের হাসপাতালে ৬৩টা সিসিটিভি ক্যামেরা আছে। কেউ কিছু করে পার পাবে না।
প্রশ্নের জবাবে শ্যামল কান্তির স্ত্রী সবিতা হালদার এ প্রতিবেদককে বলেন, যার তার সঙ্গে আগের মতো কথা বলতে বারণ করেছেন ডাক্তাররা। তারা শুধু বলেছেন, পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত খাওয়া-গোসল করতে। আসলে শারীরিক অবস্থার চেয়ে মানুষটার মানসিক অবস্থা বেশি খারাপ।