সাজ্জাদুল হক : কমলাপুর স্টেডিয়ামে আর্টিফিসিয়াল টার্ফ স্থাপনের ৬ মাস পেরিয়ে গেলেও এখনো মাঠে গড়ায়নি বড় কোনো ম্যাচ। কৃত্রিম ঘাসে পাথরের কণা, আর তাতে খেলতে গিয়ে আহত হচ্ছেন ফুটবলাররা। ফুটবল ফেডারেশনের অভিযোগের প্রেক্ষিতে টার্ফ পরিদর্শন করে হতবাক ফিফা ডেভেলপমেন্ট অফিসার।
গত বছরের নভেম্বরে প্রস্তুত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ। নানা প্রতি বন্ধকতা কাটিয়ে ফিফা গোল প্রজেক্টের এই মাঠ এখনো বড় ম্যাচ আয়োজনের অপেক্ষায়। অথচ তার আগেই উঠছে নানা অভিযোগ।
প্রায় ৬ কোটি টাকায় স্থাপিত সবুজ গালিচার নিচ থেকে উঠে আসছে পাথরের কণা। দিন যতো যাচ্ছে, বাড়ছে পাথরের পরিমাণ ও আকার। ফেডারেশন কয়েকবার আউটফিল্ড পরিস্কার করলেও মেলেনি স্থায়ী সমাধান। আতঙ্কিত ক্লাব ও ফুটবলাররা অস্বীকৃতি জানিয়েছে এই মাঠে খেলতে। গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যানের অভিযোগ সঠিক প্রক্রিয়ায় মাঠ বুঝিয়ে দেয়নি নির্মাণকারী ভারতীয় প্রতিষ্ঠান গ্রেট স্পোর্টস ইনফ্রা।
ফেডারেশনের অভিযোগের ভিত্তিতে টার্ফ পরিদর্শনে ফিফা ডেভেলপমেন্ট অফিসার সাজি প্রভাকরণ। অবাক হলেন নির্মাণ কাজে অসঙ্গতি দেখে। স্থাপনের আগ থেকে এখন পর্যন্ত একাধিকবার পরিদর্শনের পরও তা ফিফা, এএফসি ও নির্মান কারীদের চোখ কিভাবে এড়িয়ে গেলো তা অবাক করলো এই ফুটবল কর্তাকে।
তবে সমাধান হওয়া পর্যন্ত এ মাঠে অপ্রতিযোগীতামূলক ম্যাচ আয়োজন ও অনুশীলনে বাধা নেই। চ্যানেল টোয়েন্টিফোর