ডেস্ক রিপোর্ট : ইকার ক্যাসিয়াস যাকে একসময় সেইন্ট ইকার বলে ডাকা হত, কারণ তাঁর গোলের নিচের প্রহরা স্পেন জাতীয় দল এবং তাঁর ছোটবেলার ক্লাব রিয়াল মাদ্রিদকে অসংখ্যবার নিশ্চিত গোল থেকে রক্ষা করেছে। কিছুদিন আগ পর্যন্তও ইকার ক্যাসিয়াস ছিলেন অবিসংবাদিতভাবে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন। সেই ইকার ক্যাসিয়াস কিনা এখন তাঁর বর্তমান ক্লাব পোর্তোর গত ১৫ বছরের ইতিহাসের সবচেয়ে বাজে কিপার!
পোর্তো এই ২০১৫-১৬ মৌসুমে ৩৪ ম্যাচে ৩০টি গোল হজম করেছে। গত ৪২ বছরের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বারের মতো পোর্তোর জালে ৩০টি গোল জড়াল। পোর্তো শেষ ৩০ গোল হজম করেছে ২০০১ সালে, ১৫ বছর আগে। এই মৌসুমে ক্যাসিয়াস অনেকগুলো বড় বড় ম্যাচে হাস্যকর সব ভুলের কারণে গোল খেয়েছেন। ফুটবলের পরিসংখ্যানগত তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপ্টা জানাচ্ছে, তাঁরা রেকর্ড রাখতে শুরু করার পর থেকে বর্তমান পর্যন্ত পোর্তোর সবচেয়ে খারাপ কিপিংয়ের রেকর্ড ক্যাসিয়াসেরই।
আরো খারাপ ব্যাপার হল, ক্যাসিয়াসকে যার জায়গায় নেওয়া হয়েছে সেই পর্তুগিজ কিপার ফ্যাবিয়ানোর রেকর্ড ছিল সবচেয়ে ভাল! এবার স্পেনের ইউরোর প্রাথমিক দলেও ডাক পাওয়া ক্যাসিয়াসের এই পারফরম্যান্সে পোর্তোর সমর্থক এবং পরিচালকরা হতাশ। পোর্তো এবার লিগ শেষ করছে ৩য় হয়ে। আর এবার চ্যাম্পিয়নস লিগেও সবচেয়ে বেশি (৩) ভুল করার রেকর্ডও ইকার ক্যাসিয়াসেরই! প্যাভিলিয়ন