আব্দুম মুনিব, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় চলন্ত মটরসাইকেলে বোমা বিস্ফোরণে নায়েম ইসলাম(১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা অপর মটরসাইকেল আরোহী হাফিজ ইসলাম গুরুত্বর আহত হয়েছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার কবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নায়েম ও হাফিজ বটতৈল থেকে মটরসাইকেলযোগে পোড়াদহের দিকে যাচ্ছিলো। এ সময় কবুরহাট ব্যাপারী রাইচ মিলের সামনে পৌছালে চলন্ত মটরসাইকেলে থেকে নায়েম ইসলামের বুকে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নায়েম নিহত হয়।
এ সময় তার সহপাঠি হাফিজ গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তারা উভয় কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। নিহত নায়েম কোরআনে হাফেজ ছিল।