সিলেটের সকাল রিপোর্ট : সিলেট নগরী থেকে গান পাউডার ও ৫টি চকলেট বোমাসহ যশোরের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে নগরীর পূর্ব পীর মহল্লা প্রভাতী ৫৩ নং বাসায় অভিযান চালিয়ে এসব সামগ্রীসহ সজীব হাসান (২২) নামক ওই যুবককে আটক করা হয়। সজীব হাসান যশোরের বাসিন্দা বলে নিজেকে পরিচয় দিয়েছে।
ওই বাসা থেকে ভিওআইপির(ভয়েস ওভার ট্রান্সফার প্রটোকল) ৫টি মেশিন, দুটি ল্যাপটপ, গ্রামীণফোনের একটি মডেম এবং বেশ কয়েকটি সিমকার্ডও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব পীর মহল্লার কাজী আনার মালিকানাধীন গ্র“প ভিউ টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তিন যুবক আস্তানা গেড়েছিল। বেশ কিছুদিন ধরে তারা সেখানে অবস্থান করলেও বাইরে তেমন একটা বের হতো না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। জনতা বিষয়টি স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে অবহিত করে। শুক্রবার স্থানীয় জনতাকে সাথে নিয়ে শামীম ওই ফ্ল্যাটে যাওয়ার পর দুই যুবক পালিয়ে যায়। সজীব হাসান পালানোর সময় জনতা তাকে আটক করে।
খবর পেয়ে বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সজীব হাসানকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের-এর এডিসি(মিডিয়া) রহমত উল্যাহ জানান, পীর মহল্লা থেকে চকলেট বোমা, পাউডারসহ কিছু ভিওআইপি সামগ্রী উদ্ধার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে গান পাউডার পরীক্ষা করা হবে। কোন জঙ্গী সংগঠনের সাথে আটক যুবকের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান রহমত উল্যাহ।