সারীফা রিমু: সিরাজগঞ্জে আবারো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স রোগ। ইতোমধ্যে জেলার ৩টি উপজেলা উল্লাপাড়া, শাহজাদপুর ও কামারখন্দে নারী, পুরুষ ও শিশুসহ ৯০ জন এ রোগে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এতে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
সম্প্রতি কামারখন্দ উপজেলার জামতৈল শাহপাড়ার বুদ্দু শাহ’র দু’টি গরু অসুস্থ হয়ে পড়লে তা জবাই করে এলাকার প্রায় ৫০টি পরিবার স্বল্প মূল্যে মাংস ভাগাভাগি করে নেয়।
২/৩ দিনের ব্যবধানে ওই মাংস কাঁটা-ছেড়া এবং খাওয়ার সাথে জড়িতদের শরীরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন দেখা দেয়। পরে স্বাস্থ্য বিভাগ এখানে ২৯ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে শনাক্ত করে। একইভাবে উল্লাপাড়ায় ৪৩ জন এবং শাহজাদপুরে ১৮ জন এ রোগে আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত এলাকায় চিকিৎসা দল গঠন করে গবাদি পশুদের ভ্যাকসিন দেয়ার পাশাপাশি জনগণকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান ভুঁইয়া।
অন্যদিকে, আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এতে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শহিদ মো. সাদিকুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলায় প্রথম অ্যানথ্রাক্স রোগ দেখা দেয় ২০০৯ সালে। এরপর থেকে এ পর্যন্ত জেলায় ৫৩৩ জন এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সময় টিভি