মতিউর রহমান, সাভার : ঢাকার সাভারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর হামলায় শহিদুল ইসলাম নামে বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো- কাউন্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম ও তার গানম্যান সামিল। বর্তমানে তাদেরকে সাভার থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত দশটারদিকে কাউন্দিয়ার সিংঘাসার গ্রামে আওয়ামী লীগেরদলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকরা বিদ্রোহী প্রার্থী শান্ত খাঁনের নির্বচনী পথসভায় হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়। আহত হয় আরও ২০ জন।
এদিকে নির্বচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক জন নিহতের ঘটনায় কাউন্দিয়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান বলেন, আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম খাঁনসহ দু’জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশিচত করেছেন।