ইয়াছিন রানা : ঘটনার পর থেকে আমার মাথার ঠিক নাই, কখন কি বলি মাঝে মাঝে আমি নিজেই জানি না বলে এক প্রশ্নে আমাদের সময় ডটকমকে জানান নারায়ণগঞ্জের লাঞ্চিত শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। শ্যামল কান্তি একবার নারায়ণগঞ্জের সাংসদ সেলিম উসমানকে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু এখন তিনি সেলিম উসমানকে ওসুঁড় বলে তার বিচারের দাবি করছেন। […] we¯ÍvwiZ