//নামটি মালদ্বীপের প্রস্তাবিত//
ডেস্ক রিপোর্ট : উপকূলে তা-বের পর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। স্থল নিম্নচাপটি গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের ফেনী, সীতাকুন্ডু ও খাগড়াছড়ি এবং ভারতের ত্রিপুরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। আবহাওয়া অধিদফতরের সূত্র মতে, এটি স্থলভাগের উপর দিয়ে আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে অস্তিত্বহীন হয়ে যাবে। গতকাল শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। এর আগে উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক তা-ব চালায়।
গতকাল বেলা ১২ টায় ‘রোয়ানু’ চট্টগ্রাম ও নোয়াখালীর উপকূলীয় এলাকায় আঘাত হানে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ৫ ঘন্টা উপকূল অতিক্রম করে। এ সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘন্টায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর ছিল উত্তাল।
গত বুধবার বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আটটি দেশ ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ওমান, পাকিস্তান, মিয়ানমার ও থাইল্যান্ডের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় ‘রোয়ানু’। মালদ্বীপ নামটি প্রস্তাব করে। ‘রোয়ানু’ মালদ্বীপের আঞ্চলিক ভাষার একটি শব্দ যার অর্থ ‘নারকেলের ছোবড়া দিয়ে পাকানো দড়ি’।
আবহাওয়াবিদরা জানান, মোটামুটি ৩০০ কিলোমিটার ব্যাসের এই ঘূর্ণিঝড় বেলা দেড়টার দিকে চট্টগ্রাম উপকূলের সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, সীতাকুন্ডু ও ফেনী উপকূল দিয়ে স্থলভাগে উঠে আসে। এরপর বৃষ্টি ঝরাতে ঝরাতে সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ অঞ্চল পেরিয়ে যায়। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড়টি প্রচুর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
গতকাল আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে চট্টগ্রাম, মংলা, পায়রা ও কক্সবাজারকে সমুদ্র বন্দরকে আগের বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রোয়ানু কেটে গেলেও এর প্রভাবে আরো দুইদিন বরিশাল-চট্টগ্রাম উপকূলসহ দেশের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।ইত্তেফাক