মমিনুল ইসলাম: রোববার দুইদিনের রাষ্ট্রীয় সফরে ইরান পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতায় আসার পর দুই বছরের মধ্যে এই প্রথম ইরান সফর তার। তেহরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার চার মাসের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এ সফর।
রোববার সন্ধ্যায় ইরানে বসবাসরত একটি শিখ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। এছাড়া স্থানীয় একটি ‘গুরুদুয়ারা’ পরিদর্শন করবেন।
সফরে প্রেসিডেন্ট হাসান রুহানিসহ ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসময় ব্যবসা, জ¦ালানি ও কৌশলগত সম্পর্ক জোরদারসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি।
সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু চবাহার বন্দর। বৈঠকে এ নিয়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আফগানিস্থানের সঙ্গে ইরানের দক্ষিণ উপকূলীয় এ বন্দরের কৌশলগত গুরুত্ব অনেক। ভারত এ বন্দর উন্নয়নে সহায়তা করবে।
এছাড়া চবাহারে বাণিজ্য ও পরিবহন করিডোরের বিষয়ে ভারত-আফগান ও ইরানের মধ্যে আরেকটি চুক্তি সই হবে। পাকিস্তানের করাচি বন্দর এর বিকল্প হিসেবে ইরানের এ বন্দর ব্যবহার করতে পারবে আফগানিস্তান। – এনডিটিভি।