সীমান্ত আরিফ: আসন্ন ঈদুল ফিতরে আসছে বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নুর-ই- জান্নাত জারার অভিনীত নাটক ‘ঈদ আসে, ঈদ যায়’। নজরুল কোরেশী রচিত নাটকটি পরিচালনা করেছেন বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেতা আহমেদ শরীফ।
নাটকটিতে নুর-ই- জান্নাত জারাসহ অভিনয় করেছেন আহমেদ শরীফ, রোকেয়া প্রাচী, লিনা আহমেদ সুফিয়া প্রমুখ। ইতিমধ্যে রাজধানীর উত্তরাসহ সিলেটে নাটকটির শুটিং শেষ করা হয়েছে।
ঈদ শুধুমাত্র ধনীদের আনন্দের দিন নয়। ঈদ মানে ধনী গরীব সকলে মিলে উদযাপন করা। একমাস সিয়াম সাধনার পর সমাজের অসহায় ও দরিদ্রদের নিয়ে ঈদ উদযাপন প্রকৃত তাৎপর্য বহন করে। এ রকম কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ঈদ আসে, ঈদ যায়’।এ প্রসঙ্গে নুর-ই- জান্নাত জারা বলেন, নাটকের কাহিনীটি অত্যন্ত করুণ ও নির্মম। একটি ধনী পরিবার ঈদ উপলক্ষে সিলেটে আনন্দ করতে যায় কিন্তু তার বাসার কাজের মহিলার ছেলে টাকার অভাবে বিনা চিকিৎসায় ঈদের দিন সকালে মারা যায়।
ঈদের বিশেষ নাটকটি যে কোন একটি চ্যানেলে প্রচার হবে বলে আশা করছেন নির্মাতারা।