গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- গোয়াইনঘাটের কালিনগর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. ফরিদ মিয়া (৩০) এবং আসামপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সামসু মিয়া (৫৮)। রবিবার বিকেলে থানার এসআই রাজিব মন্ডল ও এএসআই ওযায়ের ফারুকের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি দিলওয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতরা মাদক আইনের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত। এরা পলাতক ছিল।