মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুরে পিংকি আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। রোববার (২২ মে) রাতে উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে এই গৃহবধূ খুনের পর স্বামী হোসেন মিয়া ও তাঁর পরিবারের অন্যলোকজনও পলাতক রয়েছেন।
পিংকির চাচাতো ভাই আবু সুফিয়ান জানান, রাতে পিংকিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনার পর থেকে হোসেন মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। শেরপুর ফাঁড়ি থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, পিংকির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা সনাক্ত করতে মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলার প্রস্তুতি চলেছে বলেও জানান এসআই।