আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নির্বাচনী সহিংসতায় ৬ জন আহত হয়েছে এবং বিএনপির কয়েকটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া বাজারে এ ঘটনাটি ঘটে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন রকেট (৪০) ও ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক (৩৫) আহত হয়েছেন। এ সময় সিংসাড়া বাজার, সিংসাড়া মোড়, ব্রজপুর বাজার ও শুটকিগাছা বাজারে বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে।
এদিকে গত রোববার দিবাগত রাতে একই ইউনিয়নের কুমঘাট গ্রামে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মরামারি হয়। এতে বিএনপি সমর্থিত জাতআমরুল গ্রামের শেখ ফারুকের ছেলে আদর (২৩), বায়েজিদের ছেলে আরিফ (১৮), ঘোষপাড়া গ্রামের আব্দুল মজিদ খামারুর ছেলে সুমন (২৫) এবং আওয়ামী লীগ সমর্থিত তাপস কুমার পাল (৪০) আহত হয়। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে সহিংসতার সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, আত্রাই থানার ওসি বদরুদ্দোজা ও উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখছি।