মমিনুল ইসলাম: শ্রীলঙ্কায় ঘূর্নিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ সামগ্রী ও জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নির্দেশনায় এ সহায়তা পাঠানো হয়।
জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে সোমবার কলোম্বোর উদ্দেশ্যে ছেড়ে যায় পাকিস্তানি বিমান সি-১৩০। সম্প্রতি এ বন্যায় শ্রীলঙ্কায় প্রায় ১০০ মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়।
কলোম্বোয় অবস্থিত পাকিস্তান হাই কমিশন জানিয়েছে, ভুক্তভোগীদের জন্য অস্থায়ী হাসপাতালে অপারেশন থিয়েটার ও এক্সরে ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়া ৫০০ তেরপল, ১০০ তাঁবু, ২০ হাজার পানির ট্যাব ও ৪০টি বৈদ্যুতিক জেনারেটর নেয়া হয়েছে বলে জানানো হয়।
এছাড়াও স্বাস্ব্য সেবায় সহযোগিতা করার জন্য শ্রীলঙ্কায় যাবেন ১৭ জন পাকিস্তানি চিকিৎসক।
সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কার কোসলান্দায় সুনামি ভুক্তভোগীদের সহযোগিতায় হাত প্রশস্ত করেছে পাকিস্তান। ঠিক একইভাবে শ্রীলঙ্কার সরকার পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মীরে ভূমিকম্পে ভুক্তভোগীদের জন্য সহায়তা করেছে। ২০১৫ সালের অক্টোবরের এ প্রাণঘাতি ঘটনায় ৭৩ হাজার মানুষ প্রাণ হারায়। – এক্সপ্রেস ট্রিবিউন।