ওয়ালি উল্লাহ সিরাজ: তালেবান প্রধান মোল্লা আখতার মনসুরের মৃত্যুর পর পশ্চিমা মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে কে হচ্ছেন এখন তালেবান প্রধান। মোল্লা আখতার মনসুরের পরে তার নায়েব সিরাজউদ্দিন হাক্কানিকে তালেবান প্রধান বানানোর সম্ভাবনা রয়েছে। আবার কেউ কেউ বলছেন, মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা ইয়াকুবেরও তালেবান প্রধান নির্বাচিত হওয়ার সম্ভবনা রয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন নেতা হিসেবে সিরাজুদ্দিন হাক্কানির নামই বেশি শোনা যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরেও পরবর্তী সম্ভাব্য নেতা হিসেবে হাক্কানিকে এগিয়ে রাখা হয়েছে। তাই মনসুরের পর হাক্কানির তালেবান প্রধান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। অবশ্য হাক্কানির মাথার দাম হিসাবে যুক্তরাষ্ট্রের ৫০ লাখ ডলার অর্থপুরস্কার ঘোষণা করা আছে।
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা ইয়াকুবেরও নতুন নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রয়টার্স। পিতার ভাবমূর্তির কারণে তালেবানের ঐক্য ধরে রাখতে তিনি প্রভাব রাখতে পারবেন বলে বিবেচনা করা হচ্ছে। অপর দুজন সম্ভাব্য নেতা মোল্লা কাইয়ুম জাকির ও মোল্লা শেরিন যুক্তরাষ্ট্রের গুয়াস্তানামো কারাগারের সাবেক বন্দি ছিলেন। -সূত্র: দৈনিক খাবরাঈন