মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুরের বিরলে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বিজোড়া ইউনিয়নের একডালা গ্রামে ধান ক্ষেতের ইউক্যালিপটাস গাছ থেকে মোস্তারিনা (২০) নামের গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মোশারফ হোসেনের স্ত্রী।
বেলা ১১ টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হওয়ায় গত সোমবার দিবাগত রাতে বাড়ী থেকে বের হয়ে চলে যায়। মোস্তারিনার স্বজনরা রাতেই অনেক খোঁজা-খোঁজির পরেও তাকে পায়নি। মঙ্গলবার সকালে ধান ক্ষেতের ইউক্যালিপটাস গাছের ডালের সাথে তার পরনে থাকা ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় মোস্তারিনার লাশ এলাকাবাসী দেখতে পায়। এ ব্যাপারে বিরল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিরল থানার ওসি। বিজোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন এ প্রতিনিধিকে জানান, পারিবারিক কলহের কারনেই মোস্তারিনা আত্মহত্যা করেছে। আমিসহ সংশ্লিষ্টদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিস্পত্তি করে লাশ দাফন করা হবে।