রিয়াসাত আশরাফ: জিন্স প্যান্ট তো পরেন অনেকেই। আচ্ছা বলুন তো প্যান্টে সবচেয়ে ছোট পকেটটি কেন দিয়েছে? কিছু লোক হয়তো এতে খুচরো পয়সা বা ছোট জিনিস রাখেন। কিন্তু বেশির ভাগই এই পকেট ব্যবহারই করেন না। কারণ এটা এতই ছোট যে কিছু রাখা সম্ভব নয়।
তা হলে এর রহস্যটা কী? বস্ত্র বিশেষজ্ঞদের মতে, ১৮শ শতকে কাউ বয়রা চেন দেয়া ঘড়ি ব্যবহার করতেন। ঘড়ি রাখতেন তাদের ওয়েস্ট কোটে। কিন্তু বেশির ভাগ সময়েই ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকত। ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য তখন থেকেই জিন্সের প্যান্টে এই ছোট পকেটের আবির্ভাব। এখন অবশ্য সেই ঘড়ির চল নেই। তবে ঐতিহ্য ধরে রেখে এখনও প্যান্টে ছোট পকেটটি রাখা হয়।
এ বার আসা যাক ওই ছোট পকেটে কেন বোতাম দেওয়া হয়, সেই প্রসঙ্গে। এই ছোট বোতামগুলোকে ‘রিভেট’ বলা হয়। ১৮৭০ সালে শ্রমিকরা ডেনিম পরতেন। অতিরিক্ত পরিশ্রমের কারণে প্যান্ট তাড়াতাড়ি ছিঁড়ে যেত। ঘন ঘন প্যান্ট কেনার সামর্থ্য তাদের ছিল না। এক শ্রমিকের স্ত্রী এক দিন জেকব ডেভিস নামে এক দর্জির কাছে যান। এমন এক ডেনিম বানানোর অনুরোধ করেন যা সহজে ছিঁড়বে না। সাধারণত কাজের সময় শ্রমিকদের ডেনিমের সামনের ও পেছনের পকেটে বেশি চাপ পড়ত। ফলে সেখান থেকে বেশি ছিঁড়ে যেত প্যান্ট। ডেভিস একটি আইডিয়া বের করেন। পকেটের কোণাগুলোয় ছোট ছোট বোতাম লাগিয়ে দেন। তার আইডিয়া দারুণ কাজ করে। শ্রমিকদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।
ডেভিস এক দিন যোগাযোগ করেন লিভাই স্ট্রস এর সঙ্গে। স্ট্রস তখন বড় মাপের ব্যবসায়ী। দুই জনে মিলে শুরু করেন ব্যবসা। বাজারে তাদের ট্রাউজার ব্যাপক সাড়া ফেলে। ৬০ এর দশকে যা পরিচিতি পায় জিন্স নামে ।