পাবনা প্রতিনিধি : পাবনায় প্রকাশ্য দিবালোকে ব্র্যাকের হিসাব রক্ষককে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হিসাব রক্ষক আলিম উদ্দিনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার রফিকুল জানান, মঙ্গলবার দুপুরে হিসাব রক্ষক আলিম উদ্দিনসহ তিনজন কর্মকর্তা পূবালী ব্যাংক পাবনা শাখা থেকে সদস্যদের মধ্যে ঋণ বিতরণের জন্য ১৬ লাখ তুলে পাবনা ব্রাঞ্চ অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বালিয়াহালট ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেল আরোহী কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে ১৬ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তাদের বাধা দিতে গেলে ছিনতাইকারীরা হিসাব রক্ষক আলিম উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে।