নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইসরাইলী গোয়েন্দা সংস্থার সঙ্গে শুধু আসলাম চৌধুরী নয় বিএনপির আরো অনেক শীর্ষ নেতা দেখা করেছেন। এমনকি তারেক রহমানও লন্ডনে তার সঙ্গে একাধিক বার দেখা করেছেন। তাই শুধু আসলাম চৌধুরী নয় খালেদা-তারেককেও রিমান্ডে নিতে হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত চলমান রাজনীতি ও বর্তমান পরিস্থিতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সমস্ত মুসলিম জাহানের শত্রু ইসরাইলের সঙ্গে হাত মিলিয়ে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
বাংলাদেশে আবার সমস্ত রাজনীতিবিদরা গ্রেফতার হতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, বিএনপি যে এখনও ষড়যন্ত্রের রাজনীতিতে ব্যস্ত তার বক্তব্যের মাধ্যমে আবারও এটা প্রমাণ হল।
তিনি বলেন, দেশে সব ধরনের গুপ্ত হত্যাসহ চলমান সন্ত্রাসী চক্র ভাঙ্গতে হলে তাদের জনক বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ।