অরিজিৎ দাস চৌধুরী, কলকাতা থেকে: বহুদিন ধরে চলা ‘জজ্ঞা জাসুসের’ শ্যুটিং অবশেষে শেষ হল। কয়েকদিন আগেই রণবীর এবং ক্যাটরিনা মরোক্কোর শ্যুটিং শেষ করে এসেছেন। সিনেমাটিতে রণবীর একজন গোয়েন্দার অভিনয় করছেন।
এই সিনেমার শ্যুটিংয়ের আগে মনে করা হচ্ছিল আউট ডোর শ্যুটিংয়ের সময় রণবীরের সঙ্গে ক্যাটের দূরত্ব হয়তো কমবে। কিন্তু মরোক্কোতে দুজনের দূরত্ব আরও বেশি করে নজরে এসেছে। সূত্রের খবর রণবীর ওই হোটেলে থাকতে অস্বিকার করেন যেখানে ক্যাটরিনা ছিলেন।
অনুরাগ বসুর জজ্ঞা জাসুস সিনেমার শ্যুটিং অনেক বার শুরু হয়েছে আবার বন্ধ হয়ে গেছে। শেষবারের জন্য রণবীর এবং খ্যাটরিনার ব্রেক আপের খবর আসার পর সিনেমাটির শ্যুটিং বন্ধ হয়ে যায়। এবং অনুরাগ অনেক বোঝানোর পর দুজনেই প্রফেশানালিজম দেখিয়ে শ্যুটিং করতে রাজি হয়।
এখন দেখার সিনেমাটির প্রচারে আবার একসঙ্গে দুজনকে দেখা যায় কিনা!