চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক
সিলেটের সকাল রিপোর্ট:কোম্পানীগঞ্জের ৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন তাদেরকে শপথ বাক্য পাঠ করান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান(কারাবন্দী) কাজী আব্দুল ওদুদ আলফু,উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন এবং ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান হাজী মো: কুটি মিয়া এ সময় শপথ নেন। প্যারোলে মুক্তি দিয়ে তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওদুদ আলফু মিয়াকে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির করা হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী এবং কোম্পানীগঞ্জের ইউএনও আলমগীর কবির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্যারোলে হাজির করা হয় কারাবন্দী তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল ওদুদ আলফুকে
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ৩১ মার্চ কোম্পানীগঞ্জের ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।