সিলেটের সকাল ডেস্ক : ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম অফিস ভবন চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই শহরে। অত্যাধুনিক এই প্রযুক্তিতে ভবন নির্মাণে খরচ যেমন কম পড়েছে, তেমনি সাশ্রয় হয়েছে সময়।
প্রচলিত প্রিন্টারে কাগজের মাধ্যমে অনুলিপি তৈরি সম্ভব, যা দ্বিমাত্রিক। কিন্তু ত্রিমাত্রিক প্রিন্টারে প্লাস্টিকসহ বিভিন্ন উপকরণ ব্যবহারের মাধ্যমে পাওয়া যায় বস্তুর অবিকল অবয়ব। এমন বস্তুর মধ্যে রয়েছে গৃহস্থালির উপকরণ থেকে শুরু করে সমরাস্ত্র পর্যন্ত। থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির পুরোটাই কম্পিউটারনিয়ন্ত্রিত।
আরব উপসাগরীয় অঞ্চলের প্রধান পর্যটন ও ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে এই থ্রিডি প্রিন্টেড ভবন। এটি নির্মাণে থ্রিডি প্রিন্টারের তৈরি প্লাস্টিকের ত্রিমাত্রিক জিনিসপত্র খুব বেশি ব্যবহৃত হয়নি, বরং এতে দেওয়া হয়েছে সিমেন্টের একটি বিশেষ মিশ্রণ। একতলা ভবনটির মেঝে প্রায় ২৭০০ বর্গফুট। ইউএইর মন্ত্রী মোহাম্মদ আল গেরগাওয়ি বলেন, এটিই বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড অফিস, যাতে পুরোদমে কাজকর্ম করবেন কর্মীরা। এটা তো মাত্র শুরু। বিশ্বটাই একসময় বদলে যাবে এভাবে। তিনি বলেন, দুবাইয়ে ২০৩০ সালের মধ্যে ২৫ শতাংশ ভবন থ্রিডি প্রিন্টেড প্রযুক্তিতে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ভবনটি তৈরিতে সময় লেগেছে ১৭ দিন। খরচ হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এটি দুবাই ফিউচার ফাউন্ডেশনের অস্থায়ী সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হবে।