তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এ পর্যন্ত চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। গত ১০ দিনে উপজেলার বাদাঘাট, উত্তর বড়দল, তাহিরপুর সদরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বর্তমান চেয়ারম্যান, স্বতন্ত্র, দু-দলের দলীয় ও দলীয় বিদ্রোহী প্রার্থী, ৯ চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাচন অফিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও দু-দলের বিদ্রোহী প্রার্থীরা তাদের নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেন। সে কারণে তাদের প্রত্যেককে ২ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন তাহিরপুর সদরের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শামিম আখঞ্জি (নৌকা) ও দলীয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনকে (চশমা) ২ হাজার টাকা, বাদাঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন (নৌকা), দলীয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আপ্তাব উদ্দিন (আনারস), মোরশেদ আলম (ঘোড়া), বিএনপির দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু সায়েমকে (ধানের র্শীষ) ৫ হাজার টাকা ও স্বতন্ত্র প্রার্থী সোহাগ মিয়াকে ২ হাজার টাকা, বড়দল উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিনকে (নৌকা) ৫ হাজার টাকা, বিএনপির মনোনীত প্রার্থী আবুল কাশেমকে ২ হাজার টাকা এবং বিভিন্ন ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী মুক্তার উদ্দিন, জহিরুল তালুকদার, নিজাম উদ্দিন ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী রাশেদা আক্তারসহ ১০ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সবাইকে নির্বাচনের আচরণবিধি সম্পর্কে বলে দেয়া হয়েছে। তারপরও যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের জরিমানা করা হয়েছে।