ওয়ালি উল্লাহ সিরাজ: চীনের শান শি প্রদেশের গ্রাম্য এলাকায় নিয়ম হচ্ছে বোবা ছেলে মেয়ে মারা গেলে তাদেরকে বিয়ে দিতে হয়। এই নিয়ম অনুযায়ী সেখানে মৃত্যুর পরে বিয়ের প্রচলন রয়েছে। মঙ্গলবার এমনই একটি বিয়ের ঘটনা ঘটেছে।
বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার একটি বোবা ছেলের মৃত্যু হয়। এরপর তার বাবা-মা মৃত ছেলেকে বিয়ে দিতে পাত্রী খোঁজা শুরু করে। ঐএলাকাতেই একটি বোবা মেয়ের মৃত্যু হয়েছিল। ছেলের বাবা-মা মৃত মেয়েটিকে ২৭ হাজার ডলার দিয়ে নববধূ হিসাবে কিনে নেয় এবং এই নববধূর সাথেই তাদের মৃত ছেলের বিয়ে দেয়।
চীনের শান শি প্রদেশের নিয়মই হচ্ছে যে, কোন বোবা ছেলে মারা গেলে তাকে দাফন করা হয় না যতক্ষণ না কোন মেয়ের সাথে তাকে বিয়ে দেয়া হয়। তাই কোন ছেলে মারা গেলে তাদের বাবা সন্তানদের জন্য একটি নববধূ খুঁজে বের করার চেষ্টা করেন। যত তাড়াতাড়ি তারা জানতে পারবেন যে একটি বোবা কুমারী মেয়ে মারা গেছে ততই দ্রুত তারা সেই মৃত মেয়েকে নববধূ হিসাবে কিনে নিয়ে তার সাথে ছেলের বিয়ে সম্পন্ন করেই ছেলের দাফন করতে পারবেন। -সূত্র: দৈনিক খাবরাঈন