কায়কোবাদ মিলন: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন,একুশ শতক এশিয়ান শতাব্দীতে পরিণত হয়েছে এবং ভারত চীনের সাফল্যের উপর তা নির্ভরশীল। চীনের গুয়াডাং প্রদেশের রাজধানীতে ভারতীয় নাগরিকদের এক সম্বর্ধনায় মঙ্গলবার প্রণব মুখার্জি একথা বলেন। তিনি বলেন,ভারত ও চীন বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ। চীন এবং ভারতের একযোগে কিম্বা এককভাবে অর্জনকৃত সাফল্যের মধ্যেই মূলত এশিয়ান শতাব্দীর সাফল্য নির্ভরশীল।
আমাদের দুই দেশের ২৫০ কোটি মানুষের উজ্জল ভবিষ্যত শুধু এই অঞ্চলের জন্যই সুসংবাদ নয়, সমগ্র মানব জাতির জন্যই তা আশীর্বাদ।
প্রণব মুখার্জির সফরসঙ্গীদের মধ্যে একজন মন্ত্রী ছাড়াও বিজেপি এবং কংগ্রেসের ২ জন করে এমপি রয়েছেন। বুধবার প্রণব মুখার্জি বেইজিংয়ে চীনের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে