ডেস্ক রিপোর্ট : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ দেখতে চান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জহির আব্বাস।
তিনি বলেছেন, আগামী রবিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় চলমান আইপিএলের ফাইনাল ম্যাচ উপভোগ করতে ভারতে সফরকালে তিনি আবারও পাকিস্তানি খেলোয়াড়দেরকে আকর্ষণীয় এ টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করতে বিবেচনার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করবেন।
লাহোরে গণমাধ্যমকে আব্বাস বলেন, আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়রা অন্তর্ভুক্ত থাকলে, ‘লীগের গুরুত্ব ও মর্যাদা আরও বাড়তো।’
বিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি অনুরাগ ঠাকুরের আমন্ত্রণে আইপিএল ফাইনাল দেখতে এ সপ্তাহে বেঙ্গালুরু যাবেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।
একই সঙ্গে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপনেরও আহ্বান জানান আব্বাস।
তিনি বলেন, ‘আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ আমি গ্রহণ করেছি এবং দ্বিপক্ষিক ক্রিকেটীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে এটা আমার জন্য ভালো একটা সুযোগ। যদিও এটা অবশ্যই সরকারের সবুজ সংকেতের বিষয়।’
আইপিএলের উদ্বোধনী আসরে বেশ কয়েকজন পাকিস্তানি খেলোয়াড় অংশ নিয়েছিলেন। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর বিসিসিআই অর্থ সমৃদ্ধ এ লিগে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ বন্ধ করে দেয়। ঢাকাটাইমস