সিলেটের সকাল রিপোর্ট: জাতীয় দৈনিক পত্রিকায় কমিশন বৃদ্ধির দাবীতে বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতি লিমিটেড-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানব বন্ধন কর্মসূচীতে একাত্মতা পোষণ করে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
সমিতির সভাপতি শাহ আলম হুজুরের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম পরিচালনায় আয়োজিত মানব বন্ধন থেকে কমিশন বৃদ্ধিও জন্য তারা ২৬মে থেকে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি সিলেটের পত্রিকা এজেন্সীর মালিকরা-কমিশন বৃদ্ধির ঘোষণা না দেন-তাহলে পরবর্তীতে বিক্ষোভ মিছিলসহ পত্রিকা বয়কটের হুমকি দেন তারা।
মনব বন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ, ব্যবসায়ী আহমদ চৌধুরী মিনু, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আলফাজ, মেহদী হাসান শাহীন, মাহবুবুর রহমান লায়েক।
মানব বন্ধনে আরো বক্তব্যে রাখেন প্রবীণ সদস্য আব্দুল কাদির ভুইয়া, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক কামাল মজুমদার, সৈয়দ দারা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হালিম আহমদ, মাসুক গাজী, আব্দুল কুদ্দুছ, হারুনুর রশিদ, আমির হোসেন, আবু সালেহ, দিলওয়ার হোসেন দিলু, শফিকুল ইসলাম, লিটন গাজী, আব্দুল মতিন, সৈয়দ নায়েদ, বাবুল মিয়া, জয় বাবু, জিয়াউর রহমান, মির শাহিন, আবুল মিয়া প্রমুখ।