ফারুক আলম : পবিত্র রমজান মাসে মাংসের দাম নিয়ন্ত্রণে রাখাতে প্রতি কেজি গরুর মাংস ৪২০ টাকা, খাসি ৫৭০ টাকা ও মহিষের মাংস ৪০০ টাকা বিক্রির জন্য দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র সাঈদ খোকনের সঙ্গে মাংস ব্যবসায়িদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, মাংস বিক্রির এই মূল্য সারা দেশে অনুসরণ করা হবে। এর চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রি করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িত বিক্রেতাকে জরিমানা করা হবে। ২৬ রমজান পর্যন্ত নির্ধারিত এই মূল্য বহাল থাকবে।
সভায় মাংস ব্যবসায়ীদের মধ্যে গোলাম মর্তুজা মন্টু, রবিউল হোসাইন বক্তৃতা করেন। ব্যবসায়ীরা কর্পোরেশনের নির্ধারিত দরে মাংস বিক্রি করবেন বলে মেয়রকে আশ্বস্থ করেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রমুখ।