আবু সাইদ: মার্কিনযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নামকরা একটি মিউজিক ভেন্যুতে গুলির ঘটনায় একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।
পুলিশ জানায়, ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ারের কাছে আরভিং প্লাজায় একটি কনসার্ট হলে এ গুলির ঘটনা ঘটে।
পুলিশ এ গুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি এবং গুলির উদ্দেশ্যও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি শুরু হওয়ার পর কনসার্ট হলের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ হলটির আশপাশে সাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে। হতাহতদের মধ্যে তিনজনই পুরুষ। অপরজন নারী বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে। টিআই-এর প্রকৃত নাম ক্লিফোর্ড জোসেফ হ্যারিস জুনিয়র। গোলাগুলির সময় তিনি মঞ্চে ছিলেন না। এ ঘটনার ব্যাপারে তার প্রতিনিধিদের কেউ এখনো কোনো মন্তব্য করেনি।
গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও গুলি চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করে সন্ত্রাসীরা। এসব স্থানের মধ্যে একটি কনসার্ট হলেও গুলি চালানো হয়। শহরের মাঝামাঝি বাটাক্লঁ কনসার্ট হলে মার্কিন ব্যান্ড দল ইগলস অব ডেথ মেটালের কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ।
সেখানে অন্ততপক্ষে তিন হামলাকারী হলে ঢুকে রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালায়। ওই হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যের কথিত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
সূত্র: নিউইয়র্ক টাইমস।