কলকাতা প্রতিনিধি : দ্বিতীয় দফা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার আগেই পদ্মার ইলিশ ও মিষ্টি পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতেই কলকাতার কালীঘাটের বাড়িতে পৌঁছয় প্রধানমন্ত্রীর পাঠানো ২০ কেজি ইলিশ, মিষ্টি ও জামদানি শাড়ি।
তৃণমূল নেত্রীর হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। তাঁর সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি হাইকমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী।
পরে জকি আহাদ জানান, রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী পদ্মার ইলিশ ও মিষ্টি পেয়ে খুবই খুশি হয়েছেন। বাংলাদেশের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি। আগামীদিনে প্রতিবেশী দুই বাংলার মধ্যে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের আশ্বাসও দিয়েছেন তিনি।
জানা গেছে, ২০ কেজি ইলিশ মাছ উপহার দেওয়া হয়েছে ভাবী মুখ্যমন্ত্রীকে। পেটিতে করে মাছ আনা হয় কলকাতায়। উপহার প্রসঙ্গে সেদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে এসেছি।”
জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামি লিগের বর্ষীয়ান নেতা ও মন্ত্রী আমির হোসেন আমু।