ডেস্ক রিপোর্ট : এবারের লিগে প্রায় নিশ্চিত জয় পাওয়ার পথে থেকে দুটি ম্যাচে হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রকে। বৃহস্পতিবার মিরপুরেও একই পথে হাঁটছিল মাশরাফিরা। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে শেষ উইকেট জুটিতে ২৭ রানের দারুণ সংগ্রহ এনে মাশরাফিদের কাঁপিয়ে দিয়েছিলেন জুবায়ের আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি। তবে সবশেষে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পেরেছে কলাবাগান। ৮ রানের দারুণ জয়ে কাগজে-কলমে সুপার সিক্সের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন মাশরাফিরা।
কলাবাগানের দেওয়া ২১৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভিক্টোরিয়া। দলীয় ৫২ রানে শীর্ষ চার ব্যাটসম্যানকে হারিয়ে দারুণ বিপর্যয়ে পড়ে তারা। এরপর চতুরঙ্গ ডি সিলভাকে নিয়ে ৪৩ রানের জুটি গড়ে দলের চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন আল-আমিন।
দলীয় ৯৫ রানে ডি সিলভা বিদায় নিলে আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এক প্রান্তে তখন দারুণ ব্যাটিং করছিলেন আল-আমিন। তবে দলীয় ১৪১ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হলে বড় হারের শঙ্কায় পড়ে দলটি।
তবে আট নম্বর ব্যাটসম্যান জুবায়েরের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই চালিয়ে যায় ভিক্টোরিয়া। এক প্রান্তে ব্যাটিং করে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। শেষপর্যন্ত ২ বল বাকি থাকতে ২০৫ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। শেষ মুহূর্তে কলাবাগানের জয়ের নায়ক মাশরাফি। ২৪ বলে যখন ভিক্টোরিয়ার ২৪ রান প্রয়োজন, ওই সময় দুই ওভার বল করে মাত্র ৫ রান দেন তিনি।
কলাবাগানের পক্ষে ৩২ রানে ৩টি উইকেট পান শরিফুল্লাহ। ২৪ রানে ২টি উইকেট পান মাশরাফি। এছাড়া রাজ্জাক ২টি উইকেট পান ৪৫ রানের বিনিময়ে।
এর আগে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে কলাবাগান। দুই ওপেনার জসীমউদ্দিন ও সাদমান ইসলামের দৃঢ়তায় সূচনাটা ভালোই পায় তারা। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন এ জুটি। তবে দলীয় ৪৪ রানেই দুই ওপেনার বিদায় নিলে দারুণ বিপর্যয়ে পড়ে তারা। এরপর ১০রান যোগ করে ভারতীয় ব্যাটসম্যান রোহান প্রেম বিদায় নিলে বিপর্যয় আরও বেড়ে যায়।
চতুর্থ উইকেট জুটিতে তাসামুলকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মেহরাব হোসেন জুনিয়র। একপ্রান্ত আগলে রেখে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেন মেহরাব। তবে যোগ্য সঙ্গীর অভাবে গড়ে ওঠেনি বড় কোন জুটি। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে মাশরাফির দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন মেহরাব। ১১২ বলে ৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ভিক্টোরিয়ার পক্ষে ৫৪ রানে ৩টি উইকেট পান মাহবুবুল আলম। এছাড়া কামরুল ইসলাম রাব্বি, চতুরঙ্গ ডি সিলভা ও আল-আমিন ২টি করে উইকেট পান। জাগোনিউজ