মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে আটজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩২ যাত্রী।
মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ফকির জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় শুক্রবার বেলা ৩টার দিকে ঢাকা-বরিশাল রুটের সুগন্ধা পরিবহনের বাসটি রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন এএসপি মনিরুজ্জামান ফকির।