মেহেদি হাসান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে বখাটের হামলায় কনিকা রানী (১৫) নামে দশম শ্রেণিরর এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তার আরো তিন সহপাঠী।
হতাহতরা সবাই মহিপুর এসএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত কনিকা রানী মহিপুর গ্রামের লক্ষন ঘোষের মেয়ে। আহতরা হলো- আব্দুল খালেকের মেয়ে তারিন, তাজেমুল ইসলামের মেয়ে তানজিমা, মকবুল হোসেনের মেয়ে মরিয়ম।
ঘাতক আব্দুল মালেক দিয়াড়-বনগাঁ গ্রামের আবদুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে কনিকা ও তার তিন সহপাঠী তারিন, মরিয়ম ও তানজিমা প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় মহিপুর কলেজের সামনে আব্দুল মালেক নামে এক বখাটে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে মারা যায় কনিকা। আহতদের মধ্যে তানজিমাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনের একজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও আরেকজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, হামলাকারী আবদুল মালেককে আটক করেছে পুলিশ।