কে এম হোসাইন : সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনের আমূল পরিবর্তন হয়েছে। আমাদের দেশে এখন কোন নির্বাচন হচ্ছে না।
কাত্তসার মাহমুদের সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। অনুষ্ঠানে এছাড়াও ছিলেন দীপ্ত টিভির বার্তাপ্রধান নাজমুল আশরাফ।
আগে হয়ে যাওয়া চার ধাপের নির্বাচন এবং আসনন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মূল্যায়ন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দীপ্ত টিভির বার্তাপ্রধান নাজমুল আশরাফ বলেন, ইউপি নির্বাচনে চারটি ধাপের ফলাফল একই। অঘটন অনিয়মের এমন কোনও দিক নেই যেটা এই নির্বাচনে ঘটেনি। অমরা এধরণের নির্বাচন নিশ্চয়ই চাই না।
তিনি আরও বলেন, ইউপি নির্বাচনে সংর্ঘষে মানুষ মারা যাওয়া। পক্ষে-বিপক্ষে বা আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংর্ঘষে প্রাণহানি। সেই প্রাণহানির ঘটনা চার ধাপের নির্বাচনেই হয়েছে। সংখ্যা কখনো কমেছে বা বেড়েছে। চার দফার নির্বাচনসহ পঞ্চম ধাপের ভোটের আগ পর্যন্ত যা হয়েছে তাতে তেমন কোন পার্থক্য নাই। কোন দফার নির্বাচনকে আমরা ভালো বলতে পারবো না, কারণ সব ধাপেই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। এসবের জন্য নির্বাচন কমিশনের সমালোচনা যেমন করা হয়েছে। তেমনি নির্বাচন কমিশনের থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। সব কিছুই একই রকম ছিলো।
নির্বাচনে হতাহতের বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমাদের দেশের নির্বাচনের বিষয়টি একটি আমূল পরিবর্তন হয়ে গেছে। আসলে আমাদের দেশে কোন নির্বাচন হচ্ছে না।