কুমিল্লা প্রতিনিধি : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার তিতাস উপজেলার সাতানি ইউনিয়নে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ৫ গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, উপজেলার সাতানি ইউনিয়নের স্বরসতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল হকের লোকজন কেন্দ্র দখল করতে গেলে বিদ্রোহী প্রার্থী মজিবুল হকের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ৫ গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কেন্দ্রে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন, ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক বন্ধ করা হয়েছে।