//কাউন্সিলের দুই মাসেও কমিটি হয়নি// তারেক : কাউন্সিলের দুই মাস পেরিয়ে গেলেও বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। এ নিয়ে পদহীন নেতারা চরম ‘অস্বস্তিতে’। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যেও হতাশার ছাপ। থমকে আছে জেলা-উপজেলা পুনর্গঠন প্রক্রিয়াও। অঙ্গসংগঠনগুলোরও একই অবস্থা। দলের প্রভাবশালী অনেক নেতাই নিজের পদবি কী, প্রয়োজনে সে পরিচয় দিতে বা লিখতে গিয়ে বিব্রত হচ্ছেন। ঘোষণা যত […] we¯ÍvwiZ