ইউসুফ রেজা : সারাদেশে পঞ্চমধাপে প্রায় ৭শ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সহিংসতা।
সহিংসতার আশঙ্কায় চট্টগ্রামের বোয়ালখালীতে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজনকে অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও তার অস্ত্রের বৈধ লাইসেন্স রয়েছ।
সুজনের ভাই আবদুল ওয়াদুদ সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সহিংসতার আশঙ্কার সুজনকে আটক করা হলেও তাকে গ্রেফতার দেখানো হয়নি।