সিলেটের সকাল : চেম্বার কনফারেন্স হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), সিলেট কার্যালয় ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে “শিল্পে পরিবেশ সচেতনতা” শীর্ষক এক সেমিনার আজ শনিবার অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিক এর চেয়ারম্যান মোঃ হজরত আলী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিক এর মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট এ এস এম ফেরদৌস। প্রধান অতিথির বক্তব্যে বিসিক এর চেয়ারম্যান মোঃ হজরত আলী বলেন, সিলেটের অতীত ইতিহাস অত্যন্ত ভাল।
এ বছর সারা দেশের তাপমাত্রা অত্যন্ত বেশী হওয়া সত্ত্বেও সিলেট অঞ্চলের বৃষ্টিপাতের ফলে এখানকার তাপমাত্রা সহনীয় পর্যায়ে ছিল। ভবিষ্যতে যদি এখানে পরিবেশ বান্ধব শিল্প গড়ে উঠে তবে পূণ্যভূমি সিলেট শিল্পনগরী হয়ে উঠবে। তিনি বিসিক শিল্প নগরীর অবকাঠামোগত উন্নয়ন ও দ্বৈত ট্যাক্সের বিভিন্ন সমস্যাবলী নিরসনের আশ্বাস প্রদান করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম। তিনি বলেন, শিল্পায়ন, অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যা বিস্ফোরণ, ফসল উৎপাদনে কীটনাশকের অপরিকল্পিত ব্যবহার ও বৃক্ষ নিধন সহ বিভিন্ন কারণে পরিবেশ দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। কলকরখানার বর্জ্য পানিতে অক্সিজেনের পরিমান কমিয়ে দেয়।
এতে করে অবায়বীয় ব্যাকটেরিয়ার পরিমান বৃদ্ধি পায় এবং এসব ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে মিথেন ও হাইড্রোজেন সালফাইটে পরিণত হয়। এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশে মাথাপিছু বর্জ্যরে উৎপাদন মাত্রা প্রতিদিন ৩০০-৫০০ গ্রাম। তিনি প্রবন্ধে এসব বর্জ্য প্রক্রিয়াকরণ ও বিশোধনের উপায় বর্ণনা করেন। সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, আমরা এদেশকে যেমন শিল্পোন্নত দেশ হিসাবে দেখতে চাই তেমনি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী ও স্বাস্থ্যকর বাসস্থান রেখে যেতে চাই। আর এজন্য প্রয়োজন পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক ও শিল্প সাব কমিটির আহবায়ক মোঃ লায়েছ উদ্দিন, বিসিক এর ডিজিএম মোঃ মুহসীন কবির খান, সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি এম এ ছালাম চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি আলিমুল এহসান চৌধুরী, রুমায়ুন কবির সিদ্দিকী ও তারেক আহমদ। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক এজাজ আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, সদস্য মোঃ আজিজুর রহমান (সুন্দর), পরিবেশ অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা, বিসিক, সিলেট এর স্টেট অফিসার সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিএসটিআই এর ফিল্ড অফিসার রকিবুল হাসান রিপন, আলহাজ্ব আতিক হোসেন, মোছাঃ বদরুন্নেছা, রুহুল ফারুক এবং বিসিক শিল্প মালিক সমিতির সদস্যবৃন্দ।