ডেস্ক রিপোর্ট:যোগ্য ও দেশপ্রমিক নাগরিক গঠনে সুশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সুশিক্ষা তখনই সম্ভব হয় যখন তাতে ধর্মের শিক্ষা থাকে। দেশেকে ধর্মহীন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০১০ শিক্ষানীতি ও ২০১৬ শিক্ষা কমিশন গঠিত হয়েছিল। ইতিমধ্যে প্রণীত শিক্ষানীতির ‘কুফল’ জাতির সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে। তাই অবিলম্বে তা বাতিল করতে হবে। নতুবা দেশব্যাপী তাওহীদি জনতা ফুসে উঠলে সরকারের শেষ রক্ষা হবে না।
খেলাফত মজলিস সিলেট জোন আয়োজিত শাখা পরিচালকদের তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের এসব কথা বলেন। জোন ইনচার্জ কে এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী ইনচার্জ মুহাম্মদ আবু হাসিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ মাওলানা নুরুজ্জামান।
নগরীর খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ মজলিসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল বাছিত আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল করিম, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা ছদরুল আমীন প্রমুখ।