আবু সাইদ: সিরিয়ায় আইএস জঙ্গিরা উত্তরাঞ্চলীয় একটি শহর মারে দখল করতে চেষ্টা করলে সেখানে তীব্র লড়াই হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট আসাদের বিরোধী বিদ্রোহীরা তুর্কী সীমান্তের কাছে এই শহরটি নিয়ন্ত্রণ করছিলো।
ত্রাণকর্মীরা আশঙ্কা করছেন, এই যুদ্ধের ভেতরে হাজার হাজার বেসামরিক লোক আটকা পরে থাকতে পারে। আইএসের নেতৃত্বে মারে শহরের ওপর আক্রমণ শুরু হয় রাতের অন্ধকারে।
প্রথম হামলা চালানো হয় গাড়ী বোমা দিয়ে, জঙ্গীরা সচরাচর যেভাবে করে থাকে। এরপর আইএসের ট্যাংকগুলোও এই হামলায় অংশ নেয়। এই হামলা পর আইএস জঙ্গীরা কিছু গ্রাম দখল করে নেয়।
জাতিসংঘ বলছে, এই লড়াইয়ের মধ্যে আটকে পড়েছিলেন অনেক বেসামরিক মানুষ। এছাড়া উদ্বেগ তৈরি হয়েছে যুদ্ধক্ষেত্রের খুবই কাছে তুর্কী সীমান্তে আশ্রয় নেয়া প্রায় এক লাখ ষাট হাজার মানুষের জীবন নিয়ে।
তবে আইএস উত্তর সিরিয়ায় যখন এরকম বড় আকারে হামলা চালাচ্ছে, তখন অন্যদিকে তারা আবার চাপে আছে। কুর্দি এবং আরব মিলিশিয়ারা ইসলামিক স্টেটের কথিত রাজধানী রাকার উত্তরে হামলা চালাচ্ছে। তাদের সাহায্য করছে মার্কিন যুদ্ধ বিমান। সূত্র: বিবিসি