নাজনীন পলাশী : নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম যুদ্ধাপরাধীর তালিকায় নেই। শুক্রবার ভারত সরকার যুদ্ধাপরাধীর তালিকার ২৫টি আর্কাইভ ফাইল প্রকাশ করেছে। যা গত ৭০ বছর ধরে অপ্রকাশিত ছিল। খবর দ্য স্টেটসম্যানের
আর্কাইভ ফাইলের তথ্য অনুযায়ী ২০০২ সালের ২১ ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিচারপতি এম.কে মুখার্জির কমিশনকে একটি চিঠি পাঠানো হয়েছিল। এবং এই চিঠিতে টোকিওতে অনুষ্ঠিত একটি মিশন (ভারতীয় মিশন) এর উপর ভিত্তি করে একটি প্রকৃত সত্য ডকুমেন্টস এর কথা উলেখ করা হয়েছিল। যে ডকুমেন্টস এ যুদ্ধাপরাধী হিসেবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম উল্লেখ নেই বলে নিশ্চিত করা হয়েছিল।
ভারতের সংস্কৃিত মন্ত্রী এন.কে সিনহা নেতাজি সংশ্লিষ্ট ২৫টি আর্কাইভ ফাইলের একটি সেট অনলাইনে প্রকাশ করেছেন। তার মধ্যে ৫টি ফাইল প্রধানমন্ত্রীর অফিস থেকে, ৪টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং ১৬টি ফাইল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছিল। এই ফাইলগুলো ১৯৬৮ সাল থেকে ২০০৪ সালের মধ্যে গঠিত হয়েছিল।
চলতি বছরের ২৩ জানুয়ারি নেতাজির ১১৯তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুক্তিযোদ্ধা বিষয়ক ১০০টি ফাইল প্রকাশ করেছেন। তিনিই প্রথমবারের মত একটি বড় সংখ্যার ফাইল প্রকাশ করেছেন।
এরপর সাংস্কৃতিক মন্ত্রী মহেশ শর্মা যথাক্রমে মার্চ এবং এপ্রিল আরও ৫০টি ফাইল প্রকাশ করেছেন।