নিজস্ব প্রতিবেদক: শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ ‘প্রমাণিত’ মন্তব্য করে অবিলম্বে তাকে গ্রেপ্তারের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ওলামা লীগ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
পরে কর্মসূচির বিস্তারিত জানিয়ে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরীর স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাবি, রাবি, জবিসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফৌজধারী অপরাধী শিক্ষক নামধারীরা শাস্তি পেলেও ধর্মীয় অনুভূতির মতো স্পর্শকাতর বিষয়ে শ্যামল কান্তি’র আঘাত দেয়ার পর্যাপ্ত প্রমাণাদি থাকার পরও তাকে শাস্তি দেয়া হচ্ছেনা। দেশি-বিদেশি মিডিয়ার অনুসন্ধানে শ্যামল কান্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার সত্যতা পাওয়া গেছে। অথচ শিক্ষামন্ত্রী তদন্ত কমিটির মাধ্যমে শ্যামল কান্তির সাফাই গেয়ে গেলেন।’
বিজ্ঞপ্তি বলা হয়, ‘যোগাযোগমন্ত্রী বাস ড্রাইভারকে প্রকাশ্যে কান ধরালেও সুশীল সমাজের কেউ এর প্রতিবাদ করেনি। কিন্তু শ্যামল কান্তিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে শাস্তি দেয়ায় সেলিম ওসমানের বিরুদ্ধে হাত ধুয়ে বামপন্থীরা লেগে পড়েছে।’