কিরণ সেখ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ বলেছেন, কাচের ঘরে বসে ঢিল মারার চেষ্টা করবেন না। ইহুদী কানেকশনের প্রশ্ন তুলে বিএনপি ও ২০ দলীয় জোটকে টার্গেট করার চক্রান্ত করেছে। এখন পত্র-পত্রিকার খবর আসতে শুরু করেছে কথিত মোসাদের গুপ্তচর মেহেন্দি এন সাফাদির সাথে ওয়াশিংটনে কাদের বৈঠক হয়েছে? সাফাদি নিজেই বলেছেন, বাংলাদেশের প্রভাবশালী একজন সরকারি কর্মকর্তা সজীব ওয়াজেদ জয়ের সাথে তার বৈঠক হয়েছে। তাই ‘ধর্মের কল বাতাসে নড়ে’ সুতরাং বাড়াবাড়ির চেষ্টা করবেন না।
আজ শনিবার রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ঢাকা মহানগর জাগপা আয়োজিত ‘শহীদ জিয়া ও জাতীয় ঐক্যের রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হান্নান শাহ বলেন, শহীদ জিয়া যথার্থই বুঝেছিলেন সার্বিক জাতীয় ঐক্য ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুকির মধ্যে থাকবে। এ জন্যেই জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের লক্ষ্যে তিনি সর্বাত্মক জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন। বর্তমান সংকট মোকাবেলায় শহীদ জিয়ার পথেই আমাদের হাঁটতে হবে।
এসময় জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান বলেন, একের পর এক মামলা দিয়ে ৃু দলীয় জোটনেত্রী খালেদা জিয়াকে নতজানু করা যাবে না। তিনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। বিদেশে খালেদা জিয়ার বন্ধু আছে-প্রভু নাই। আর জালিমশাহীর বিদেশে প্রভু আছে-বন্ধু নাই।
তিনি বলেন, ভারত সংকট তৈরী করে নেপালের মত বাংলাদেশকেও পূর্ণ নিয়ন্ত্রণে নিতে চায়। এখন শহীদ জিয়ার জাতীয় ঐক্যের রাজনীতিই একমাত্র মুক্তির পথ। বিভক্তি নয় জনগণের ঐক্য গড়েই আধিপত্যবাদ ও তাদের এজেন্টদের মোকাবেলা করতে হবে।
নগর জাগপা সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ বক্তব্যে রাখেন।